১৬ সেপ্টেম্বর, ২০২৪ || ৩১ ভাদ্র, ১৪৩১
সদ্য পদোন্নতিপ্রাপ্ত ফেনী জেলা কম্যান্ডেন্টকে সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা
  • Updated Nov 21 2023
  • / 444 Read

 

শহর প্রতিনিধি: 
পরিচালক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কম্যান্ডেন্ট মোঃ জানে আলম সুফিয়ানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা কার্যালয় ও বিভিন্ন উপজেলায় কর্মকরত আনসার অফিসার ও সদস্যগণ।  


সোমবার বিকালে জেলা কম্যান্ডেন্ট কার্যালয়ে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন, ফেনী সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার রেজাউল করিম, সোনাগাজী উপজেলা আনসার ভিডিপি অফিসার রাবেয়া সুলতানা নাজমা, ফুলগাজী উপজেলা আনসার ভিডিপি অফিসার কামরুন নাহার মর্জিনা, পরশুরাম উপজেলা আনসার ভিডিপি অফিসার জাহেরা খাতুন, ছাগলনাইয়া উপজেলা আনসার ভিডিপি অফিসার রিক্তা রানী হাজারীসহ উপজেলা প্রশিক্ষক ও আনসার ভিডিপি সদস্যগণ।


উল্লোখ্য রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৩নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার-১ শাখার যুগ্ম সচিব অপূর্ব কুমার মন্ডল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়ে।
এই প্রজ্ঞাপনে বিসিএস (আনসার) ২৯ তম ব্যাচ থেকে সহকারি পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত মোট ৮ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়। 
পদোন্নতি প্রাপ্তদের ১৪ নভেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে বাহিনীর র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন মহা-পরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

Tags :


Comments *