সোনাগাজী মদীনাতুল উলুম মাদ্রাসায় সবক প্রদান
- Updated Nov 14 2023
- / 422 Read
সোনাগাজী প্রতিনিধি;
সোনাগাজীর কাজীর হাট মদীনাতুল উলুম মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থীদের পবিত্র কুরআন শরীফের সবক প্রদান অনুষ্ঠান সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার মোহতামিম মাওলানা একরামুল হকের সভাপতিত্বে সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রবাসী স্বেচ্ছাসেবী ফোরাম সোনাগাজীর সমন্বয়ক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, আমেরিকান মার্কেট এর মালিক নজরুল ইসলাম, কাজীর হাট বাজারের ব্যবসায়ী আবুল হাসেম, মিজানুর রহমান।
এসময় অভিভাবক জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, মাওলানা আবু রায়হান, মাওলানা বজরুল করিম, মাওলানা আবু রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাওলানা একরামুল হক বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমরা পড়ালেখার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে থাকি। নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের পরীক্ষায় চলতি বছর অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেবে। দ্বীনি প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় সকলের সহযোগিতা কামনা করি।
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত